1705
Published on মে 13, 2020করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কট নিরসনে লালমনিরহাটের পাটগ্রাম-হাতীবান্ধা আসনের সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের ব্যাক্তিগত তহবিল থেকে দুই উপজেলায় ২৯৫০টি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ই মে) হাতীবান্ধা উপজেলায় ৬টি ইউনিয়নে ১৩৫০ কর্মহীন পরিবারের মাঝে ৮ প্রকার খাদ্য সামগ্রী এবং ৯ই মে পাটগ্রাম উপজেলার আটটি ইউনিয়নে ১৬০০' কর্মহীন পরিবারের মাঝে ৬ প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৬ টি ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষের মাঝে ৮ প্রকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এমপির অর্থায়নে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী রংপুর বিভাগের ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় মাহমুদুল হাসান সোহাগ বলেন, দেশের মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবিলা করছে। আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। তাই আমার বাবার অর্থায়নে প্রতিনিয়ত আমরা মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতেছি। করোনা মোকাবিলায় সবাই কে ধৈর্য এবং নিয়ম অনুযায়ী চলাচল করার উপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান।