নরসিংদীতে অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে সবজি বিতরণ করলো যুবলীগ

1261

Published on মে 13, 2020
  • Details Image

নরসিংদীতে রমজান উপলক্ষে অসহায় গরীব, দুঃখী ও নিম্ন মধ্যবিত্ত ৫ শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করেছে নরসিংদীর জেলা আওয়ামী যুবলীগ।

নরসিংদীর তরোয়া ও বিলাসদী আল্লাহু চত্বরে ৫ শতাধিক অসহায় গরীব, দুঃখী ও নিম্ন মধ্যবিত্ত পরিবারে মাঝে সবজি বিতরণ করা হয়।

সবজির মধ্যে রয়েছে, লাউ, কুমড়া, করলা, ঢেড়শ, পুঁইশাক, আলু, কচুর লতি, লেবু, শসা ও কাঁচা মরিচ। দেশের এই লকডাউন পরিস্থিতিতে বিনামূল্যে সবজি পেয়ে অসহায় গরীব, দুঃখীরা অনেক খুশি হয়ে জেলা যুবলীগকে ধন্যবাদ জানায়।

জেলা যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসার শামীম নেওয়াজ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিলের আহবানে মাঠে কাজ করে যাচ্ছে জেলা যুবলীগ। বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত নরসিংদী তরোয়া ও বিলাসদী আল্লাহু চত্বরে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে ১ লক্ষ টাকার সবজি বিনামূল্যে বিতরণ করা হয়। এর আগে সদর উপজেলার দগরিয়া এলাকায় অসহায় কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয় যুবলীগের নেতাকর্মীরা। জেলা যুবলীগের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, সহ-সভাপতি শামসুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার, প্রচার সম্পাদক এলটন গোস্বামী, তথ্য ও গবেষণা সম্পাদক নূর মোহাম্মদ, সহ-সম্পাদক মিজানুর রহমান রাসেল, উপপ্রচার সম্পাদক খোকন সরকার, কার্যকরি সদস্য এরশাদ মিয়া, তুষার খান, আসাদুজ্জামান হক আসাদসহ সকল নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত