মুন্সীগঞ্জে ১৪০০ পরিবার পেয়েছে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সহায়তা

1962

Published on মে 13, 2020
  • Details Image
    ছবিঃ কালের কণ্ঠ

মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৯ই মে শনিবার সকালে শ্রীনগর ঝুমুর সিনেমা হলের সামনে থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন উপজেলার ১৪ টি ইউনিয়নে চাল, ডাল, তেল, পেয়াজ ও আলু সম্বলিত ১৪০০ প্যাকেট অসহায় গরীব দুঃখী পরিবারে বিতরণের উদ্দেশ্যে প্রত্যেক ইউনিয়ন আওয়ামী-লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হস্তান্ত করেন। পরে তা ইউনিয়নের অসহায় পরিবারগুরোর হাতে তুলে দেন সংশ্লিষ্ট নেতা কর্মীরা।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ডালু, সাংগঠনিক সম্পাদক মো. নাজির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা মোহাম্মদ নোমান, উপজেলা স্বেচ্ছাসেব লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, সাংগঠনিক সম্পাদক সোহেল শাহারিয়া, যুবলীগ নেতা সোহেল রাজ, মো. মামুন শেখ, ইস্রাফিল, জব্বার খান, রায়হান ইসলাম মিঠুন, ছাত্রলীগ নেতা মো. আসিফ প্রমুখ।

সৌজন্যেঃ কালের কণ্ঠ

Live TV

আপনার জন্য প্রস্তাবিত