2055
Published on মে 13, 2020রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সাড়ে সাত হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য (এমপি) সাদেক খান। শনিবার (৯ মে) সকাল থেকে তার সংসদীয় এলাকার সবকটি ওয়ার্ডে উত্তর সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলরদের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেন তিনি। এ ছাড়া তার মালিকানাধীন সাদেক পেট্রোলপাম্প স্টেশনেও তার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ ও এক কেজি তেল রয়েছে। এসব খাদ্যসামগ্রী ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঢাকা-১৩ আসন এলাকার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিসহ দলীয় নেতাকর্মীদের মাধ্যমে তালিকা করে বিতরণ করা হয়।
পেট্রোলপাম্প এলাকায় খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন খোকন, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ প্রমুখ।
সৌজন্যেঃ বাংলা ট্রিবিউন