1037
Published on মে 13, 2020করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসান। মঙ্গলবার বিকেলে তিনি জামালপুরে সাত শতাধিক মানুষকে খাদ্য সহায়তা দেন।
সূত্র জানায়, মঙ্গলবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা এসইএসডিপি মডেল হাইস্কুল মাঠ ও পৌর এলাকার উপজেলা পরিষদ প্রাঙ্গনে পৃথকভাবে সাত শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেল, সেমাই ও হাত ধোয়ার সাবান।
প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। তাঁর পক্ষে এসব উপহার তুলে দেয়া হচ্ছে অসহায় মানুষের হাতে। সংকট নিরসনের আগে পর্যন্ত সহায়তা অব্যাহত থাকবে।’
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলুল হক, সাধারন সম্পাদক আব্দুল আলিম, সরকার আবুল হোসেন, আফম ডা. শাহানশাহ মোল্লাহ, ফরিদ আহাম্মেদ, মোখলেছুর রহমান মিশু প্রমুখ নেতৃবৃন্দ।