বীরগঞ্জ উপজেলায় ৪৫০ পরিবারে সাংসদের খাদ্য সহায়তা বিতরণ

996

Published on মে 12, 2020
  • Details Image

বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে সাড়ে ৪’শ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

১১ মে সোমবার খাদ্য সামগ্রী বিতরনকালে তিনি বলেন, আওয়ামী লীগই একমাত্র দল, যে দলটি, যে কোনো ধরনের দুর্যোগের সময়ে দেশের মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে। ভবিষ্যতে এই দলটি মানুষের পাশে থাকবে। ভবিষ্যতেও আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে করোনা ভাইরাসসহ সব ধরনের সংকট মোকাবিলা করে এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, শুধু ভোট চাওয়া, ক্ষমতায় আসার রাজনীতি নয়; প্রতিটি সংকটে অতীতে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ জনগণের পাশে ছিল, তেমনি করোনা ভাইরাস সঙ্কট মোকাবেলার ক্ষেত্রেও জনগণের পাশে থেকে জয়ী হবে।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, মরিচা ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত