982
Published on মে 12, 2020কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ২৭টি ওয়ার্ড এবং আদর্শ সদর উপজেলার ৬টি ইউনিয়নে ৮ হাজার ১০০ অসহায় ও কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার (১১ মে)। এফবিসিসিআইয়ের পরিচালক, কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান (সিআইপি) এই উদ্যোগ গ্রহণ করেন।
ব্যক্তিগত অর্থায়নে প্রথম দফায় নিজস্ব লোকজন ও নেতাকর্মীদের মাধ্যমে প্রতিজনকে ৫ কেজি করে চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, একটি সাবান, এক কেজি পেয়াজ, এক কেজি মুড়ি ও এক লিটার করে তেল বিতরণ করেন তিনি।
মাসুদ পারভেজ খান ইমরান জানান, করোনার প্রভাবে বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন ও অভাবগ্রস্ত হয়ে পড়েছেন। এই দুঃসময়ে দিনমজুর, রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি চালকসহ খেঁটে খাওয়া অভাবী নানা শ্রেণি পেশার মানুষের সহায়তা দেয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।
তাঁর নির্দেশে সোমবার প্রথম দফায় কুমিল্লা মহানগরীর ২৭টি ওয়ার্ডে এবং আদর্শ সদর উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৮ হাজার একশত হতদরিদ্র পরিবারে ব্যক্তিগতভাবে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছি। ঈদের আগে আরেক দফা খাদ্য উপহার অসহায় মানুষের কাছে পৌঁছে দেয়া হবে। লোকলজ্জায় অভাবের কথা বলতে না পারা লোকজনকে তার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগের জন্য তিনি আহবান জানিয়েছেন।