956
Published on মে 12, 2020শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগেৱ সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকারের নিজ অর্থায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুস্থ ও অসহায় গরীব মানুষের মধ্যে চাল,ডাল,তেল আলু, লবন সহ উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
নিয়মিত ত্রাণ বিতরনের অংশ হিসেবে শুক্রবার (৮ই মে) জেলা শিল্পকলা মাঠে শরীয়তপুর পৌরসভার কর্মহীন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেন। করোনা দুর্যোগ শুরু থেকে এ পর্যন্ত পৌরসভার অসহায় কর্মহীন সাড়ে ৫ শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এর মধ্যে যারা মুখ ফুটে বলতে পারেননি তাদের বাড়িতে গোপনে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তাইজুল ইসলাম সরকার। তার এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উপহার খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান উজ্জ্বল , সদস্য অ্যাডভোকেট আলমগীর মুন্সী , শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর ,শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ ভিপি আবদুস সালাম ,শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুল হাকিম খান প্রমুখ।