বরগুনায় ৫২০০ পরিবারে জেলা আওয়ামী লীগ সদস্যের খাদ্য সহায়তা

1588

Published on মে 12, 2020
  • Details Image

বরগুনার পাথরঘাটায় ৫ হাজার ২শ অসহায় ও কর্মহীন পরিবারের পাশে বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার।

কর্মহীন ও দরিদ্র মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। কোথাও কোথাও ব্যক্তিগত পর্যায়ে গরিব মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরন করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। ত্রাণ পেয়ে খুশি এসব কর্মহীন মানুষ।

গত ২২ এপ্রিল বরগুনার পাথরঘাটায় করোনা পরিস্থিতে  গৃহবন্দী কর্মহীন ১৭’শ পরিবারেরর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও বরগুনা জেলা আ.লীগের সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার।

এছাড়া পাথরঘাটা পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ  করা হয়। সুভাষ চন্দ্র হাওলাদারের ব্যক্তিগত সহকারি মো.রিয়াজ জানান, পাথরঘাটা উপজেলায় ১৭শ, বেতাগী উপজেলায় ২ হাজার ও বামনা  উপজেলায় ১৫শ সহ মোট ৫ হাজার ২শ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পর্যায়ক্রমে প্রদান করা হবে।

প্রতি পরিবারের খাদ্য সামগ্রীর তালিকায় ছিল ৮কেজি চাল,৩কেজি আলু,১কেজি ডাল,১কেজি ছোলাবুট,১কেজি পিয়াজ,১কেজি সয়াবিন তেল,১কেজি চিনি।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, যুবলীগের পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ নুরুলহুদা রনি, সুভাষ চন্দ্র হাওলাদারের ব্যক্তিগত সহকারি মো.রিয়াজসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত