1605
Published on মে 12, 2020জামালপুরে করোনা ভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার জন্য রিয়েল টাইম পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে এই ল্যাবের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি।
এই ল্যাব চালুর ফলে এখন থেকে জামালপুরে নমুনা পরীক্ষার সুযোগ সৃষ্টি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার যে জট সৃষ্টি হয়েছিল তা অনেকটাই কমবে। ল্যাব উদ্বোধনের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এছাড়াও জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্যরা ছাড়াও জেলার ত্রাণ কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব প্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জামালপুরে পিসিআর মেশিন স্থাপনে সরকারের পাশাপাশি স্থানীয় জন প্রতিনিধিদের আর্থিক সহায়তায় ল্যাবটি স্থাপন করা হয়েছে। এর ফলে দ্রুত নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা শানাক্ত করা সম্ভব হবে। এসময় বক্তারা সরকারী নির্দেশনা মেনে জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান।
আধুনিক মানসম্পন্ন এই ল্যাবে প্রতি ব্যাচে ৫ ঘন্টায় ৯৪ টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। দুটি ব্যাচে নমুনা পরীক্ষা করা গেলে এখানে প্রতিদিন ১৮৮ টি নমুনা পরীক্ষা করা যাবে।
জামালপুরে এখন পর্যন্ত ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যুর পর ২ জনের নমুনা পরীক্ষায় করোনা শানাক্ত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একজন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮ জন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আলহাজ্ব মির্জা আজম এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন এমপি,জনাব মোঃ মির্জা সাখাওয়াত আলম মনি,মেয়র, জামালপুর পৌরসভা। প্রফেসর ডা: এফ এম সালে,অধ্যক্ষ, শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর।জনাব ফারুক আহমেদ চৌধুরী, নির্বাচিত চেয়ারম্যান, জেলা পরিষদ জামালপুর ।আলহাজ্ব এডভোকেট মোঃ বাকীবিল্লাহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখা।
ডা: মোঃ মোশায়ের উল ইসলাম,প্রধান তত্ত্বাবোধক, শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, জামালপুর। ডা: প্রণয় কান্তি দাস,সিভিল সার্জন, জামালপুর। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।