2361
Published on মে 12, 2020রাজশাহীতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১১ মে) বিকেল তিনটায় নগর ভবন চত্বরে ১৭টি সংগঠনের মধ্যে ১৬ হাজার কেজি চাল বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, মাননীয় মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবির, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল প্রমুখ।
১৭টি পেশাজীবী সংগঠনগুলো হচ্ছে, পরিচ্ছন্ন কর্মী শ্রমিক লীগ, বাংলাদেশ যাত্রা ফেডারেশন রাজশাহী জেলা শাখা, বিল্ডিং পেইন্টার শ্রমিক ইউনিয়ন, রাজশাহী পিকআপ মালিক শ্রমিক কল্যাণ সমিতি, সাহেব বাজার ফুটপাত ব্যবসায়ী ঐক্য পরিষদ, সিটি সেন্টার ব্যবসায়ী সমিতি, রাজশাহী মহানগর কুলি শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার ঐক্য পরিষদ, স্যানেটারী মিস্ত্রি নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতি, ফুটপাত ব্যবসায়ী সমবায় সমিতি, মহানগর বুক বাইন্ডার্স সমিতি, ইলেকট্রিক মিস্ত্রি সমবায় সমিতি, বোর্ড, ফার্নিচার মিস্ত্রি কল্যাণ সমিতি, মৎস্য ব্যবসায়ী সমিতি, মহিলা প্রশিক্ষণ কেন্দ্র, এআর স্মৃতি সংসদ।
এরআগে গত ২৮ ও ২৯ এপ্রিল ৩৩টি পেশাজীবী সংগঠনের মধ্যে চাল বিতরণ করেন মেয়র।