ময়মনসিংহে ৫০০ পরিবার পেলো স্টেজ ফর ইয়ুথের খাদ্য সহায়তা

2827

Published on মে 12, 2020
  • Details Image
  • Details Image

ময়মনসিংহ শহরে ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে 'স্টেজ ফর ইয়ুথ'। মঙ্গলবার ময়মনসিংহের মেয়র ইকরামুল হক টিটুর উপস্থিতিতে এই খাদ্য সহায়তা প্রদান করেন স্টেজ ফর ইয়ুথের প্রেসিডেন্ট ইলিয়াস হোসাইন।

সামাজিক দূরত্ব নীতি মেনে এ সময় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত ইলিয়াস। তিনি বলেন, এখন পর্যন্ত দেশের ৬৪ জেলায় স্টেজ ফর ইয়ুথের উদ্যোগে ১০ হাজারের বেশি মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। যদি লকডাউন এভাবে থাকে এবং ভাইরাসের প্রকোপ না কমে তা হলে এভাবে খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাবো আমরা।

এ সময় উপস্থিত ময়মনসিংহের মেয়র ইকরামুল হক টিটু বলেন, খাদ্য সহায়তা প্রদানে স্টেজ ফর ইয়ুথের এ ধরণের উদ্যোগকে স্বাগত জানাই। ময়মনসিংহে ভবিষ্যতেও সংগঠনটির এ ধরণের উদ্যোগ চালু থাকবে বলে আশা করি। তাদের এই উদ্যোগে সর্বদা পাশে থাকব।

উল্লেখ্য, সৃজনশীল তরুণদের নিয়ে ভিন্ন ধারার একটি প্লাটফর্ম স্টেজ ফর ইয়ুথ ইলিয়াস হোসাইনের হাত ধরে গত বছর সেপ্টেম্বরে যাত্রা শুরু করে। তরুণদের নিয়ে দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বে কাজ করে যাওয়া তাড়না থেকে এই সংগঠনের জন্ম।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত