1995
Published on মে 12, 2020ঢাকা উত্তর সিটির ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর আব্দুর রউফ ত্রাণ বিতরণ করেছেন। সারাদেশে কর্মহীন ও দরিদ্র মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। কোথাও কোথাও ব্যক্তিগত পর্যায়ে গরিব মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরন করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর আব্দুর রউফ এর উদ্যোগে অবাঙালি বিহারি ক্যাম্পে ১ হাজার হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর এর সম্মানিত সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক জনাব এস এ মান্নান কচি। এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে সভাপতি-সাধারন সম্পাদক উল্লেখ করেন ।
উল্লেখ্য যে, সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও কৃষকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া কর্মসূচি পালন করে আসছে। একই সাথে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্যোগে বিভিন্ন জায়গায় ইফতার সেহরি ও বিনামূল্যে সবজি বিতরণ এবং টেলিমেডিসিন, ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস ও লাশ দাফনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম চলমান রয়েছে।