1024
Published on মে 12, 2020করোনা সংকটে খাদ্য সমস্যা মোকাবেলায় জনসাধারণের পাশে দাঁড়িয়েছেন রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ১০ হাজার পরিবারে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
ত্রাণ কার্য পরিচালনা করার জন্য উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে চালু করেছেন কন্ট্রোল রুম।
উপজেলার প্রত্যন্ত এলাকায় গরীব, দুস্থ, অসহায়, ছিন্নমূল, মধ্যবিত্তের পাশাপাশি যে সকল পরিবার খাদ্য সংকটে রয়েছে, তাদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন কন্ট্রোর রুমের সদস্যা। এছাড়াও উপজেলা জুড়ে যতগুলো চা বিক্রেতা, ভ্যানচালক সহ ছিন্নমূল পরিবার রয়েছে, সবার আগে তাদের বাড়িতে খাদ্য সহায়তা নিশ্চিত করা হয়েছে।