1225
Published on মে 12, 2020করোনায় খাদ্য সংকটে পড়া কর্মহীন পরিবারের মাঝে যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায়ের পক্ষে রোববার বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের ৬টি ওয়ার্ডে দু’শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। রনজিৎ রায়ের পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল খাবার বিতরণ করেন।
এদিন বিকেলে ইউনিয়নের কদমতলা মোড়, বন্দবিলা হাইস্কুল, বড়খুদড়া হাইস্কুল, গাইদঘাট স্কুল বাজার, পাঠান পাইকপাড়া তেলপাম্প ও সাদীপুর কালিতলায় সামাজিক নিরাপত্তা বজায় রেখে দু’শতাধিক পরিবারকে খাদ্য প্রদান করা হয়।
খাদ্য সামগ্রীর প্রতি বস্তায় ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, সাবাসহ নিত্যপণ্য। খাদ্য বিতরণকালে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার, ইউপি সদস্য আলম হোসেন, মজিফুর রহমান, অরুণ কুমার শর্মা, সাজ্জাদ হোসেন, কার্ত্তিক বিশ্বাস এবং যুবলীগের নেতা সঞ্জিত কুমার।