নারায়নগঞ্জে পিরোজপুর ইউনিয়নে ১৮ হাজার পরিবারে ত্রাণ সহায়তা দিয়েছেন স্থানীয় চেয়ারম্যান

1292

Published on মে 14, 2020

চলমান করোনাভাইরাস সংকটের মধ্যে সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ৩৩ টি গ্রামের ১৮ হাজার পরিবারের  মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এছাড়া মসজিদের ইমাম-মুয়াজ্জিম ও বেদে পরিবার এবং হিজরাদের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ, আটা ও সাবান বিতরণ করেন। একই সাথে নগদ টাকা প্রদান করেন।

গত ১২ ও ১৩ই মে দুদিন পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও, তাতুয়াকান্দি, মেঘনা, প্রতাপের চর, ঝাউচর, ইসলামপুর, সোনারগাঁ পৌর এলাকা, শম্ভুপুরা ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের ২ হাজার দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

এর আগে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩৩ টি গ্রামের ১৬ হাজার পরিবারের মধ্যে ২০ হাজার ব্যক্তির মধ্যে প্রায় ২ মাসে সরকারের পাশাপাশি নিজেস্ব অর্থায়নে ত্রাণসামগ্রী বিতরন তিনি। শুক্রবার (৮ মে) সকালেমেঘনা শিল্পনগরী স্কুল এ্যান্ড কলেজ মাঠে প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরন করেন।

মাসুম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসারে মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যহত রয়েছে। আমি নিজেস্ব অর্থায়নেও ৯টি ওর্য়াডে ত্রাণসামগ্রী বিতরণ করেছি।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত