1162
Published on মে 14, 2020চলমান করোনাভাইরাস সংকটের মধ্যে সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ৩৩ টি গ্রামের ১৮ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এছাড়া মসজিদের ইমাম-মুয়াজ্জিম ও বেদে পরিবার এবং হিজরাদের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ, আটা ও সাবান বিতরণ করেন। একই সাথে নগদ টাকা প্রদান করেন।
গত ১২ ও ১৩ই মে দুদিন পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও, তাতুয়াকান্দি, মেঘনা, প্রতাপের চর, ঝাউচর, ইসলামপুর, সোনারগাঁ পৌর এলাকা, শম্ভুপুরা ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের ২ হাজার দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এর আগে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩৩ টি গ্রামের ১৬ হাজার পরিবারের মধ্যে ২০ হাজার ব্যক্তির মধ্যে প্রায় ২ মাসে সরকারের পাশাপাশি নিজেস্ব অর্থায়নে ত্রাণসামগ্রী বিতরন তিনি। শুক্রবার (৮ মে) সকালেমেঘনা শিল্পনগরী স্কুল এ্যান্ড কলেজ মাঠে প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরন করেন।
মাসুম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসারে মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যহত রয়েছে। আমি নিজেস্ব অর্থায়নেও ৯টি ওর্য়াডে ত্রাণসামগ্রী বিতরণ করেছি।