1082
Published on মে 12, 2020টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হংকং আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ লিটন পবিত্র ঈদ উপলক্ষ্যে ২ হাজার অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ প্রদান করেছেন।
গত ০৭ মে থেকে এ কার্যক্রম শুরু হয়েছে এবং উপজেলার ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে এ অর্থ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জুলহাস তালুকদার। তিনি বহুরিয়া ইউনিয়ন পরিষদের (সাবেক) চেয়ারম্যান আবু সাঈদ মিয়ার ছেলে।
উল্লেখ্য, আবুল কালাম আজাদ লিটন করোনা মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া উপজেলার ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের কর্মহীন ১৪০০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।