1102
Published on মে 12, 2020করোনা পরিস্থিতি মোকাবিলায় আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল,তুলাতলী,পূর্ব বরৈয়া ও পশ্চিম বরৈয়া গ্রামের কর্মহীন ৪৩০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরীর পরামর্শক্রমে এসব খাদ্য সহায়তা দেওয়া হয়।
রবিবার সকালে উপজেলার পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয়ে খাদ্য সহায়তা হিসেবে এসব চাল বিতরণ করে বটতলী ইউনিয়ন আওয়ামী লীগ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহতাব উদ্দিন চৌধুরী মাসুম,আনন্দ মোহন দত্ত,বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দীন, সাধারণ সম্পাদক মো. আবু হানিফ, আওয়ামী লীগ নেতা রেফায়ত হোসেন, ডা. কংসরাজ দত্ত, আলী আহমদ, পূর্ব বরৈয়া ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক ওমর ফারুক বাবু, উপজেলা শ্রমিক লীগের শ্রম বিষয়ক সম্পাদক দীপংকর তালুকদার, সদস্য মোহাম্মদ ছবুর ও যুবলীগ নেতা নরেশ দেব প্রমুখ।