1582
Published on মে 12, 2020করোনা মহামারির কারনে লকডাউনে থাকা অসহায় হতদরিদ্র ৭শ পরিবারের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নে উপজেলা আ’লীগের সদস্য জহির উদ্দিন পাটোয়ারীর পক্ষ থেকে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং চরফকিরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ঐতিহ্যবাহী পাটোয়ারী বাড়ির দরজায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৭শ পরিবারের মাঝে এ ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন, ইউনিয়ন আ’লীগের সভাপতি হানিফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক নূর নবী মানিক, যুগ্ম-সম্পাদক হাজি মফিজুল ইসলাম, চাপ্রাশির হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আশরাফ হোসেন রবেন্স, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।