1789
Published on মে 12, 2020করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা ও অসহায় মানুষদের মাঝে খুলনা মহানগর যুবলীগের সিনিয়র সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজের উদ্যোগে মুহাম্মাদনগর মাদ্রাসা প্রাঙ্গণে ৫দিন ব্যাপী ৪ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
উপহার প্রদানের কর্মসূচির অংশ হিসেবে শেষ দিন ৯ই মে ১০০০ পরিবারকে উপহার হিসেবে দশ কেজি করে চাল দেওয়া হয়।
এর আগে ৮ই মে তৃতীয় দিনে ৯০০ পরিবারকে দশ কেজি করে চাল উপহার দেওয়া হয়। খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এর আগে গত ৫ মে প্রথম দফায় ৬শত পরিবারকে এবং ৬,৭ মে দ্বিতীয় দফায় ১৫শত পরিবারের মাঝে উপহার বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ বলেন, আপনারা ভয় পাবেন না, আমাদের একজন শেখ হাসিনা আছেন, তিঁনি এবং তারঁ সরকার নিরলস কাজ করছেন, করোনা পরিস্থিতি থেকে এই দেশ রক্ষা পাবে ইনশাঅল্লাহ।