1070
Published on মে 12, 2020নরসিংদীতে করোনা পরিস্থিতি মোকাবেলায় অসহায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী উপহার দিলেন পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল।
রবিবার (১০ মে) সকালে নরসিংদীর শাপলা চত্বরে অবস্থিত মেয়রের নিজ কার্যালয়ে অন্ধ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
এর আগে গত ৮ মে নরসিংদী জেলা যাত্রাশিল্পী কল্যাণ সমিতির যাত্রা শিল্পী এবং গত ৯ মে নরসিংদী জেলা ক্ষৌরকার সমবায় সমিতির নরসুন্দরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন পৌর মেয়র মো. কামরুজ্জামান কামরুল।
করোনা পরিস্থিতি মোকাবেলায় পৌর মেয়রের পক্ষ থেকে নরসিংদীর ২০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি রমজান মাসব্যাপী প্রতিদিন রোজাদারদের জন্য ৫ হাজার মাঝে ইফতার (ভূনা খিচুরী, ডিম) বিতরণ অব্যাহত রয়েছে।
পৌর মেয়র কামরুজ্জামান কামরুল জানায়, করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শুরু থেকেই অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি। প্রতিদিন অসহায় মানুষকে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি রোজাদারদের জন্য ৫ হাজার ইফতার (ভূনা খিচুরী, ডিম) বিতরণ চলছে। এ কার্যক্রম অব্যাহত আছে। ইনশাল্লাহ, নরসিংদীর একটি মানুষও না খেয়ে থাকবে না।