সাড়ে চার কোটি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে সরকার

7474

Published on মে 11, 2020
  • Details Image

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সাড়ে চার কোটি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে সরকার।

সোমবার (১১ মে) তথ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ত্রাণ বিতরণের বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে বলা হয়, ৬৪ জেলা প্রশাসন থেকে ১০ মে পর্যন্ত ১ লক্ষ ১৩ হাজার ৮০২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। সারাদেশে চাল বরাদ্দ করা হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৬৭ মেট্রিক টন। তথ্য অধিদফতরের মতে এতে উপকার পেয়েছে ১ কোটি পরিবার।

এছাড়াও তিন কোটি ছয় লক্ষ দুই হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে ৫১ কোটি ৬৯ লক্ষ ১৩ হাজার টাকা। এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৮০ কোটি টাকা। এতে ইতোমধ্যে উপকারভোগী পরিবারের সংখ্যা ৫৯ লক্ষ ১১ হাজার ৫০০টি।

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ১৫ কোটি ৯৪ লক্ষ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৩ কোটি ৯ লক্ষ ৬৬ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা তিন লক্ষ ৮৩ হাজার এবং লোকসংখ্যা ৭ লক্ষ ৮৯ হাজার জন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত