1682
Published on মে 11, 2020আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৈশ্মিক মহামারী করোনা ভাইরাসের কারণে দূর্ভোগে কবলিত কর্মহীন, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (৯ মে) পৌর শহরের রেস্ট হাউজের সম্মুখে অসহায় মানুষের সুষম বণ্ঠনের জন্য উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাঝে তা হস্তান্তর করা হয়।
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর নির্দেশনায় এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলামের তত্ত্বাবধানে খাদ্য বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।