2146
Published on মে 11, 2020চট্টগ্রাম মহানগরের আওতাধীন পাঁচলাইশ থানা এলাকায় মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ চৌধুরীর রমজানের উপহারের গাড়ি। করোনার শুরু থেকে এই পর্যন্ত এই ছাত্রলীগ নেতা ও তার পরিবারের উদ্যোগে প্রায় ৩০০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই বিষয়ে নাইম আশরাফ অভি বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমি করোনার প্রথম থেকে এই অঞ্চলের জনগণের জন্য কাজ করে যাচ্ছি। এই পর্যন্ত প্রায় আমার পরিবারের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত উদ্যোগে ৩০০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গত তিন দিন যাবৎ আমি প্রায় ৫০০ মধ্যবিত্ত পরিবার ও ২০০ অস্বচ্ছল ছাত্রলীগের কর্মীদের মাঝে নীরবে রমজানের উপহার সামগ্রী পৌছে দিয়েছি।'