1848
Published on মে 10, 2020মৌলভীবাজারের বড়লেখা উপজেলা’র দক্ষিনভাগ বাজার,রতুলী বাজার,কাঠালতলী বাজার,আজিমগঞ্জ বাজার,বড়লেখা বাজার, বড়লেখা উত্তর চৌমুহনী সহ আরো বিভিন্ন বাজারে ৭০০ ব্যবসায়ী ও রিক্সা চালকদের মাঝে উপহার স্বরুপ ইফতার সামগ্রী বিতরণ করেছেন ১০ নং দক্ষিন ভাগ দক্ষিন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউল গনি ওসমানী ও বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিন ভাগ এন, সি, এম, হাই স্কুল শাখা’র সাবেক সভাপতি নাসিম আহমদ।
শুক্রবার (৮ মে) বিকাল ৪:৩০ মিনিটের সময় বড়লেখা ১০ নং দক্ষিনভাগ দক্ষিন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউল গনি ওসমানীর নিজ বাড়ি থেকে প্যাকেজিং এর কাজ শেষ করে উপহার স্বরুপ বিরিয়ানী,গরুর মাংস,চানা,জিলাপি, খাজুর বাজারের প্রতিটি দোকানে ও রিক্সাওয়ালাদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।
ইফতার সামগ্রী বন্টন কালে উপস্থিত ছিলেন বড়লেখা ১০ নং দক্ষিনভাগ দক্ষিন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউল গনি ওসমানী, ছাত্রনেতা নাসিম,রায়হান উদ্দিন আহমদ রাশেদ,মহসিন, রাজু সহ প্রমুখ।