কেশবপুরে ২৯৫০০ পরিবারে খাদ্য সহায়তা দিয়েছে সরকার ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ

1106

Published on মে 10, 2020
  • Details Image
  • Details Image

যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে থাকা ঘরবন্দি সাড়ে ২৯ হাজার কর্মহীন ও অসহায় পরিবারকে সরকারিভাবে ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানানো হয়েছে, কেশবপুর উপজেলায় ৬৬ হাজার পরিবার রয়েছে। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর সরকারি নির্দেশ মেনে কেশবপুরের মানুষ করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থেকে কর্মহীন হয়ে পড়েন। কর্ম না থাকায় পরিবার নিয়ে তারা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। কর্মহীনদের মাঝে বিতরণের জন্য সরকারিভাবে ১৮১ মেট্রিক টন চাল, শুকনো খাবার ক্রয়ের জন্য ৬ লাখ ৯৬ হাজার টাকা ও শিশু খাদ্য ক্রয়ের জন্য ২ লাখ ১৫ হাজার টাকা বরাদ্ধ পাওয়া যায়।

উপজেলা প্রশাসনের মাধ্যমে ১১ টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে ১৬ হাজার ৯০০ পরিবারকে ১০ কেজি করে চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, ছোলা ও চিনিসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এর পাশাপাশি যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ১০ হাজার ৮০০ পরিবারকে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, সিমাই, চিনি, চিড়া, সাবান বিতরণ করেন। অপরদিকে, কেশবপুর পৌরসভা থেকে ১ হাজার ৭২৮ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও পৌর সভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল ব্যক্তিগত তহবিল থেকে ১ হাজার ৬০০ পরিবারকে খাদ্য সহায়তার পাশাপাশি পৌরসভার কর্মহীন বিভিন্ন মানুষের ভেতর ২৪ লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন। সরকারি, বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ সহায়তা দিলেও এখনো অসহায়, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আরও ৪৯ হাজার পরিবার খাদ্য সহায়তা না পেয়ে কষ্টের মধ্যে দিনযাপন করছেন। দ্রুত সময়ের মধ্যে তাদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার তৎপরতা চলছে।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত