নীলফামারীতে ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ১১ হাজার ১শ’ ৮৬ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

882

Published on মে 10, 2020
  • Details Image

নীলফামারীতে সাবেকমন্ত্রী ও সদর আসনের এমপি আসাদুজ্জামান নুরের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার কর্মহীন মানুষের জন্য সহায়তার ধারাবাহিকতায় কুষ্ঠরোগী ও হরিজনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, এটি নূর ভাইয়ের পক্ষে ৫ম বারের মত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এর আগে সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে নীলফামারী সদরের বিভিন্ন এলাকায় প্রথমবার ২৭০০, দ্বিতীয়বার ২৯০০, তৃতীয়বার ২৫০০ ও চতুর্থবার ২৪০০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

জানা যায়, গত শুক্রবার শহরের উদয়ন শিশু বিদ্যাপিঠ মাঠে ১০০ জন কুষ্ঠরোগী এবং ৭৬জন হরিজন (বাসফোঁড়) মোট ১৮৬ পরিবারে সাংসদের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী হিসেবে প্রতি পরিবারকে দেয়া হয় ৭ কেজি চাল, ১কেজি ডাল, ৩ কেজি আলু ও ১ কেজি করে সয়াবিন তেল। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুর রহমান, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, ছাত্রলীগের সভাপতি মাসুদ সরকার ও সাংসদের ব্যক্তিগত সহকারি তরিকুল ইসলাম।

পৌর আওয়ামীলীগের সভাপতি মুসফিকুর রহমান রিন্টু বলেন, নূর ভাই তার নিজস্ব অর্থায়নে ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ১১ হাজার ১শ’ ৮৬ পরিবারকে এপর্যন্ত খাদ্য হায়তা প্রদান করেছেন। তাঁর দেয়া সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এদিকে ৯ মে ২০২০ নীলফামারীতে সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের উদ্যোগে চার’শ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও নীলফামারী পৌরসভার সহায়তায় সামাজিক দূরত্ব বজায় রেখে এসব বিতরণ করা হয় শেখ কামাল স্টেডিয়ামে।

এতে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমদু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন ছিলেন।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, ছোলা, সাবান ও মিষ্টি কুমড়া।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত