1818
Published on মে 10, 2020মানুষ মানুষের জন্য। এর প্রমান করেছে ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট রেজা আলী।
করোনা পরিস্থিতিতে জনজীবন এখন বড় অসহায়, যে মৃত্যুর ভয়ে ভুলে যেতে বসেছে মানুষ নিজ পরিবার, বন্ধুবান্ধব কিংবা চলমান কর্মজীবন। আতঙ্কে প্রতিটি মানুষ খেয়ে না খেয়ে রয়েছে গৃহবন্দী। সময়ের প্রয়োজনে অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন তিনি।
১৫ এপ্রিল বুধবার সারাদিন মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষদের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ত্রিশালের সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জননেতা এডভোকেট রেজা আলীর পক্ষে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট জিয়াউল হক সবুজ।
উপজেলা আওয়ামীলীগের একজন নেতার সাথে কথা বলে জানা যায়, ত্রিশালের সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট রেজা আলীর ব্যক্তিগত অর্থায়নে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট জিয়াউল হক সবুজের নেতৃত্বে ও
তত্বাবাধনে আওয়ামীলীগের নেতা-কর্মীদের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লায় অসহায় দরিদ্রদের খোঁজে খোঁজে বের করে বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। করোনা মোকাবেলায় সর্বোচ্চ ঝুঁকি নিয়ে নেতা-কর্মীরা মানবতার সেবায় তৃনমুল পর্যায়ে এ ত্রান বিতরন করেছেন।