অস্বচ্ছল ইজিবাইক চালকদের পাশে দাঁড়ালো মাশরাফীর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন

1222

Published on মে 10, 2020
  • Details Image

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এবার লোহাগড়ার অস্বচ্ছল ইজিবাইক চালককে উপহার সামগ্রী বিতরণ করে। মাশরাফীর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের এসকল উপহার সামগ্রী বিতরণ করেন লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রাশেদ। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক ও হল সংসদের সাহিত্য সম্পাদক কাজী আরিফুর রহমান, লোহাগড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল ইমরান, ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অনিক, ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জ্যোতির্ময় ব্যানার্জি ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান জনি,ছাত্রনেতা সজীব মুসল্লী, শেখ শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটের মধ্যে ছিল চাল, তেল, আটা, সুজি, লবন, ছোলা ও বিস্কুট।

উপহার সামগ্রী পেয়ে ইজিবাইক চালক মোঃ আবুল মোল্যা জানান, নির্বাচনের সময় আমরা ইজিবাইক চালকরা মাশরাফীর জন্য প্রতিদিন প্রচারণা করেছি, যাত্রীদের কাছে তাঁর জন্য ভোট চেয়েছি। আমরা জানতাম তিনি আমাদের কথা ভুলে যাবেন না। করোনার এই দুর্দিনে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা অনেক খুশি।

লোহাগড়ার বাসিন্দা ইজিবাইক চালক মনির শেখ জানান, পবিত্র রমজান মাসে আমাদের পরিবারের পাশে দাঁড়িয়ে আমাদের সন্তানদের মুখে হাসি ফোটানোয় এমপি মাশরাফী কাছে আমরা সবাই কৃতজ্ঞ। মহান আল্লাহ ওনার মঙ্গল করুন।

ইতোমধ্যে মাশরাফীর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত , শিক্ষক , সাংস্কৃতিক গোষ্ঠী , মৎস্যজীবী, প্রতিবন্ধী,হিজড়াসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে।

উল্লেখ্য, ২০১৭ সালে ৪ সেপ্টেম্বর Run for Narail শ্লোগানকে সামনে রেখে নড়াইল জেলার সর্বস্তরের হাজার হাজার মানুষকে নিয়ে র্যালি করে এক বুক স্বপ্ন নিয়ে, মানুষের জন্য কাজ করার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হয় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত