3327
Published on মে 10, 2020প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চাঁদপুরের (মতলব উত্তর-দক্ষিণ) উপজেলায় সকল ইউনিয়ন এবং পৌরসভার ১০ হাজার অসহায়, কর্মহীন মানুষের মাঝে রমজানের উপহার বিতরণের করা হচ্ছে। এর অংশ হিসেবে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৪শ অসহায়, দরিদ্র , কর্মহীন হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার পাঠিয়েছেন সাবেক দুুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও তাঁর পরিবারের সদস্যরা।
শনিবার (৯ মে )সকালে ইউনিয়ন আ’লীগের কার্যালয় এবং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়। সাবেক দুুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও তাঁর পরিবারের পক্ষে বিতরণ এই কার্য পরিচালনা করেন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ শরিফুল ইসলাম। উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ১ কেজি ছোলা ও ১ টি সাবান বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম মুঠোফোনে বলেন, সারা বিশ্বের ন্যায় করোনা দুর্যোগ আমাদেরও আক্রমণ করেছে। এতে সবকিছু স্থবির হয়ে পড়েছে। এই মহা সংকট থেকে পৃথিবী ও আমাদের রক্ষা পেতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই আপনাদের পাশে আছি। সুখ-দুঃখ আমরা সবাই ভাগ করে বাঁচতে চাই। আবারও আমাদের দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাবে বলেও সাবেক মন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম,ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী দেওয়ান, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ, উপজেলা যুবলীগের সদস্য আহমেদ চৌধুরী, শ্রমিক লীগ নেতা বরকত সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন দেওয়ান, সাইদুর রহমান তপন, সাইদুল আলম, তারিকুল ইসলাম, শিহরন,প্রমুখ।