কৃষকদের কাছ থেকে শাকসবজি কিনে দরিদ্রদের দিচ্ছে পঞ্চগড় ছাত্রলীগ

1139

Published on মে 10, 2020
  • Details Image
করোনায় কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে শাকসবজি বিতরণ করেছে পঞ্চগড় সদর উপজেলা ছাত্রলীগ। সরাসরি কৃষকদের কাছে কিনে প্রতিদিন দুটি পিকআপ ভ্যানে করে জেলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় তারা শাকসবজি বিতরণ করে যাচ্ছেন। কয়েকজন নেতাকর্মী নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ এই সেবা কার্যক্রম চালাচ্ছেন।

করোনার এই দুঃসময়ে আলু, লাউ্, পোটল, ঢেড়শ, চিচিঙ্গা, টমেটো, কচু শাক, করল্লা, পুঁই শাক, শসাসহ বিভিন্ন শাক সবজি পাচ্ছেন কয়েকশ দরিদ্র মানুষ। আয়োজকরা জানান, করোনার মধ্যে নিম্ন আয়ের অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই এই উদ্যোগ। এতে অসহায় মানুষেরা যেমন বিনামূল্যে শাকসবজি পাচ্ছেন তেমনি কৃষকরাও পাচ্ছেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত