৩৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ

1889

Published on মে 10, 2020
  • Details Image

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ৩৫০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। জেলা আওয়ামী লীগের নিজস্ব গঠিত তাহবিল থেকে এই খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়। প্রতি প্যাকেটে ছিলো ৫ কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি আলু, আধা লিটার তেল, আধা কেজি লবন।

টুঙ্গিপাড়ায় খাদ্য সামগ্রী হস্তান্তর করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ খায়োর এবং সাধারণ সম্পাদক বাবুল এর নিকট। এই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ মোঃ রুহুল আমিন শেখ লুৎফর রহমান বাচ্চু জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সস্পাদক শেখ রাকিব হোসেন দপ্তর সম্পাদক ইলিয়াস হক প্রচার সম্পাদক বদরুল আলম বদর কৃষি বিষয়ক সস্পাদক রাজী উদ্দিন খান জেলা আওয়ামী লীগের সদস্য মোত্তাহিদুর রহমান শিরু ও শেখ তৈয়বুর রহমান।

পর্যায়ক্রমে কোটালীপাড়া এবং সদর উপজেলায় এই খাদ্য সহায়তা প্রদান করা হবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত