নীলফামারীতে ১১,৮৩৬ পরিবারের পাশে সদর আসনের সাংসদ

1510

Published on মে 10, 2020
  • Details Image

করোনা পরিস্থিতি মোকাবিলায় ঘরবন্দি কর্মহীন ১১,৫৩৬ পরিবারের পাশে দাঁড়িয়েছেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

শুক্রবার (৮ মে) সকালে জেলা শহরের উদয়ন শিশু বিদ্যাপীঠ মাঠে নিজস্ব তহবিল থেকে ১৮৬ পরিবারের হাতে সহায়তা প্রদান করেন সংসদ সদস্য। এদের মধ্যে ১০০ কুষ্ঠ রোগী (সুস্থ্) ও হরিজন (বাঁসফোর) ৮৬ পরিবার।

এটি ছিলো তাঁর পঞ্চম দফার ত্রাণ সহায়তা। এর আগে প্রথম দফায় ২ হাজার ৭০০, দ্বিতীয় দফায় ২ হাজার ৯০০, তৃতীয় দফায় ২ হাজার ৫০০, চতুর্থ দফায় ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। এছাড়াও হটলাইনে ৩৫০ মধ্যবিত্ত পরিবারের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

এসব ছাড়াও মসজিদের ঈমাম, মন্দিরের পুরোহিত ও গির্জার সেবকদের সব মিলিয়ে দুই হাজার ৫০০ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।

সৌজন্যেঃ বাংলাট্রিবিউন

Live TV

আপনার জন্য প্রস্তাবিত