800
Published on মে 10, 2020ময়মনসিংহের ভালুকায় স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু তার ব্যক্তিগত অর্থায়নে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। শুক্রবার দুপুরে উপজেলা মেদুয়ারী ইউনিয়নের বগাজান ঈদগা মাঠে ১৫০টি পরিবারের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মাঝে ছিল- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি সয়াবিন তেল ও ১টি সাবান।
এ সময় উপস্থিত ছিলেন- মেদুয়ারী ইউনিয়ন আ‘লীগ সভাপতি লোকমান হেকিম সরকার, ভালুকা সরকারি কলেজের অধ্যাপক আনিছুর রহমান তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আকন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, সহসভাপতি মহিউদ্দিন মাহি, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান লিটন ও তাপস ভদ্র, সাবেক ইউপি সদস্য শিরাজুল ইসলাম আকন্দ, আফতাব উদ্দিন মাস্টার প্রমুখ।