832
Published on মে 10, 2020ময়মনসিংহের গফরগাঁওয়ে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের মাসব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। মরণঘাতি করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলা জনিত কারণে তিনি উপজেলার প্রত্যন্ত এলাকা ঘুরে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এতে লাখো কর্মহীন অসহায় উপকৃত হয়েছেন।
৮ই মে শুক্রবার বিকালে কর্মসূচির শেষ দিন উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও বারবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ৯০০ কর্মহীন শ্রমজীবী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, হাজী সাইফুল আলমসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলা জনিত পরিস্থিতির প্রেক্ষিতে আমার এলাকায় মাসব্যাপী কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি।
সৌজন্যেঃ কালের কণ্ঠ