গাজীপুরে ৫০০ মানুষের মাঝে যুবলীগ নেতার ইফতার

1688

Published on মে 10, 2020
  • Details Image

বৃহস্পতিবার পাঁচ শতাধিক দরিদ্র কর্মহীন মানুষদের নিজস্ব ব্যবস্থপনায় ইফতার দিয়েছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরা সরকার।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে সারা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর মহানগর যুবলীগের এই নেতা। হিরা সরকারের উদ্যোগে গাজীপুরের বাসন থানার জাহানারা পয়েন্টে কর্মহীন বিভিন্ন ধরনের ভ্যান, রিক্সা চালকসহ অন্যান্য দরিদ্র মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

গাজীপুর মহানগর যুবলীগের এই নেতা বলেন, রাজনীতি মানুষের জন্যই। দেশের এমন সময়ে কাজহীন, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমাদের যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে থাকার, তাদের সহযোগিতা করার। এটি তারই একটি অংশ। আমরা নেতাকর্মী নিয়ে দরিদ্র কৃষকের ধান কেটে পাশে দাঁড়ানোর চেস্টা করেছি। এই ইফতার চলমান থাকবে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মশিউর রহমান সায়মনে পরিচালনা ইফতার সামগ্রী বিতরণে আরো উপস্থিত ছিলেন, মহানগর যু্বলীগ নেতা সাইফুল ইসলাম সাজিদ, সাবেক বাসন ইউনিয়ন বঙ্গবন্ধু চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাধারন সম্পাদক, ১৬ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারন সম্পাদক শাহীন মিয়া, ১৪নং ওয়ার্ড স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মাহাবুব খান রুবেল, ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম অনিক, মহানগর ছাত্রলীগের নেতা সাব্বির হোসেন অয়নসহ অন্যান্যরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত