1237
Published on মে 10, 2020শস্য বীজ লাগানোর প্রকল্পে শরীয়তপুরের তুলাসার ইউনিয়ন পরিষদে বীজ বিতরণ করেছে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পুর্নতা অর্জন করেছে বাংলাদেশ। আর এই অর্জন ধরে রাখতে প্রধানমন্ত্রী দেশের কোন জমি অনাবাদি না রাখার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশকে অনুসরন করে শরীয়তপুর-১ আসনে সাংসদ ইকবাল হোসেন অপুর নির্দেশনায় এই বীজ বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবু অনল কুমার দে, জেলা আওয়ামী লীগের সদস্য এড. আলমগীর মুন্সী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু এবং জেলা ছাত্রলীগের নেতা আসাদুজ্জামান শাওন প্রমুখ।