খুলনায় ৮৩১ জন ইমাম-মুয়াজ্জিন পেলেন যুবলীগের সহায়তা

2013

Published on মে 9, 2020
  • Details Image

খুলনায় ২৭৭ট মসজিদের ৮৩১ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে খাদ্যসামগ্রী দিয়েছে যুবলীগ। শুক্রবার নগরীর খালিশপুর ও দৌলতপুর এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন জানান, স্থানীয় সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নির্দেশনায় শুক্রবার সকাল থেকে নগরীর খালিশপুর ও দৌলতপুর এলাকার ২৭৭টি মসজিদের ৮৩১ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, ছোলা, চিড়া, চিনি, দুধ, সেমাই, লাউ, কুমড়া, ইত্যাদি।

তিনি জানান, পর্যায় ক্রমে মহানগরীর অন্য এলাকার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যেও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা নগরী জুড়ে বিভিন্ন ত্রাণ কার্যক্রম শুরু করেছি। যার অংশ হিসেবে এই কার্যক্রম চলছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত