2268
Published on মে 9, 2020বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম রাজু গত এক বছরের সম্মানী ভাতা দিয়ে দিলেন করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে সাধারণ মানুষের মাঝে।
এক বছরের সম্মানী ভাতার সাথে নিজের জমানো টাকা দিয়ে প্রায় ৫ হাজার খাদ্যসামগ্রী প্যাকেট করে তা উপজেলার বিভিন্ন গ্রামের কর্মহীনদের মাঝে বিতরণ করেন। করোনাভাইরাসের শুরুতে ভাইস চেয়ারম্যান রাজু লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করেন।
পরবর্তীতে লকডাউন শুরু হলে কর্মহীন, ছিন্নমূল, অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দেন। তিনি কয়েকদিন ধরে উপজেলার মোকামতলা, কিচক, দেউলি, সদরসহ বিভিন্ন এলাকায় এই খাবার বিতরণ করছেন। এই বিতরণ কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।
সৌজন্যেঃ বাংলাদেশ প্রতিদিন