2911
Published on মে 9, 2020পিরোজপুরের সদর উপজেলা, নেছারাবাদ উপজেলা ও নাজিরপুর উপজেলায় ৩০ হাজার পরিবারে খাদ্য সহায়তা লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
৮ই মে পিরোজপুরের শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের বেকুটিয়া ফেরিঘাটসংলগ্ন মাঠে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের ব্যক্তিগত তহবিল থেকে ৫৫০ জন দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার মন্ত্রীর পক্ষে এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক গৌতম চৌধুরীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ইতিপূর্বে প্রাথমিক পর্যায়ে তার নির্বাচনী এলাকার ২৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার কর্মহীন মানুষের মাঝে ১৩ হাজার খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয় এবং এখন দ্বিতীয় পর্যায়ের ১৭ হাজার খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হচ্ছে। মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের মোট ৩০ হাজার দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে নেতাকর্মীরা।
সুত্রঃ কালের কণ্ঠ