বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এর উদ্যোগে সাতকানিয়া-লোহাগাড়ার ৭৭৫০ কর্মহীন হতদরিদ্র পরিবারকে সহায়তা

4173

Published on মে 23, 2020
  • Details Image
  • Details Image
  • Details Image
  • Details Image

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় কয়েক ধাপে মোট ৭ হাজার ৭শ ৫০ কর্মহীন হতদরিদ্রের পরিবারকে ইফতার ও সেহেরির সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। করোনা পরিস্থিতির শুরু থেকে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তিনি এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এরই ধারাবাহিকতায় গত ২২ মে অসহায় সৌদি প্রবাসীদের পরিবার, করোনায় সৌদিতে মৃত প্রবাসীদের পরিবার, সংখ্যালঘুদের পরিবার ও সাতকানিয়া সদর ইউনিয়নের অসহায় ৭৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
 
এর আগে ৯ই মে থেকে সপ্তম দফায় এক হাজার ৪০০ পরিবারের মধ্যে ইফতার ও সেহেরির সামগ্রী বিতরণের কাজ ১২ই মে শেষ হয়।

লকডাউনের শুরুতে কেন্দ্রীয় আওয়ামী লীগের এ নেতা এক হাজার ৮০০ কর্মহীন পরিবার ও রমজানের শুরুতে আড়াই হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছিলেন। এ ছাড়া আরো প্রায় ৪০০ পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

১৬ মে সাতকানিয়ায় ইমাম-মুয়াজ্জিন, সিএনজি অটো রিক্সা চালক ও হতদরিদ্র ৪০০ পরিবারকে ইফতার-সেহেরী বিতরণ করা হয়

এই ৭ হাজার ৭শ ৫০ পরিবারের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অসচ্ছল পরিবার, বিভিন্ন বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক-কর্মচারী, সিএনজি-ভ্যান-রিকশা চালকসহ পরিবহন কর্মীও রয়েছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে প্রিয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান করোনার সংকটময় মুহূর্তে সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ঘরে মানবিক উপহার পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি। এটি আমার ব্যাক্তিগত সামর্থ্যের মধ্যে ক্ষুদ্র প্রয়াস মাত্র। দেশের এ সংকটময় মুহূর্তে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পাশে থাকতে চেষ্টা করছি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত