4173
Published on মে 23, 2020চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় কয়েক ধাপে মোট ৭ হাজার ৭শ ৫০ কর্মহীন হতদরিদ্রের পরিবারকে ইফতার ও সেহেরির সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। করোনা পরিস্থিতির শুরু থেকে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তিনি এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
লকডাউনের শুরুতে কেন্দ্রীয় আওয়ামী লীগের এ নেতা এক হাজার ৮০০ কর্মহীন পরিবার ও রমজানের শুরুতে আড়াই হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছিলেন। এ ছাড়া আরো প্রায় ৪০০ পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
১৬ মে সাতকানিয়ায় ইমাম-মুয়াজ্জিন, সিএনজি অটো রিক্সা চালক ও হতদরিদ্র ৪০০ পরিবারকে ইফতার-সেহেরী বিতরণ করা হয়
এই ৭ হাজার ৭শ ৫০ পরিবারের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অসচ্ছল পরিবার, বিভিন্ন বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক-কর্মচারী, সিএনজি-ভ্যান-রিকশা চালকসহ পরিবহন কর্মীও রয়েছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে প্রিয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান করোনার সংকটময় মুহূর্তে সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ঘরে মানবিক উপহার পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি। এটি আমার ব্যাক্তিগত সামর্থ্যের মধ্যে ক্ষুদ্র প্রয়াস মাত্র। দেশের এ সংকটময় মুহূর্তে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পাশে থাকতে চেষ্টা করছি।