1112
Published on মে 9, 2020বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন আজ খুলনা জেলার দৌলতপুর থানার আওতাধীন ৩ নং ওয়ার্ডের ঋষিপাড়ায় লকডাউনে থাকা ১৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এস এম কামাল হোসেনের পক্ষে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. ডি .এ .বাবুল রানা, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ সৈয়দ আলী, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসিবুর রশীদ, সাধারণ সম্পাদক মাকসুদুল হাসান পিকু,ওয়ার্ড কাউন্সিলর মাস্টার আব্দুস সালাম,বিশিষ্ট ব্যবসায়ী দাউদ হায়দার,খুলনা চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক বদরুল আলম, মার্কিন নাগরিক ফোরামের নেতা শাহিন জামান পন।
এসময় পরিবারপ্রতি ৫কেজি চাল,২কেজি আলু,১কেজি ডাল ও ,১কেজি খেজুর দেওয়া হয় ।
গত এপ্রিল মাসের ২৯ তারিখ থেকে ঋষিপাড়া এলাকা লকডাউন ঘোষণা করা হয়। বিশেষত এ পাড়ায় হিন্দু সম্প্রদায়ের ৪৮৮ টি ঋষি জনগোষ্ঠীর বসবাস,এরমধ্যে ১৪৮টি পরিবারকে লকডাউন করা হয়।
উল্লেখ্য, এপর্যন্ত এস এম কামাল হোসেন ১৮০০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।