করোনা মোকাবেলায় জেলা প্রশাসনের তহবিলে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্যের অনুদান

1601

Published on মে 9, 2020
  • Details Image

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, বিশিষ্ট সমাজ সেবক বাবুল আক্তার বাবলা গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে নগদ ১ লক্ষ টাকা সুপ্রতিবেশি তহবিলে অনুদান দেন।

প্রায় ৫০ টি মধ্যবিত্ত, নিন্মবিত্তের পরিবারের মাঝে আজ সকাল থেকে জেলা প্রশাসনের কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেন। প্রতি বস্তায় ১০কেজি চাল পিয়াজ, মরিচ, তেল, লবন, সাবান ছিলো।

বর্তমান করোনা ভাইরাস সঙ্কট মোকাবেলায় গোপালগঞ্জের জেলা প্রশাসকের এই কর্মসূচিকে সকলে স্বাগত জানিয়েছে। মধ্যবিত্ত পরিবার কারো কাছে চাইতে পারে না। কিন্তু তারা অসহায়। তাদের খাদ্য সঙ্কট চলছে তাই তাদের পাশে দাড়ানোর জন্য বাবুল আকতার বাবলাকে ধন্যবাদ দেন সকলে।

জেলা প্রশাসক সমাজের বিত্তবান দের সুপ্রতিবেশি ফান্ডে অনুদান করতে অনুরোধ করেন।

বাবুল আকতার বাবলা বলেন পরিস্থিতি মোকাবেলা করতে সরকারের পাশে সকলকে এগিয়ে আসতে হবে৷ জেলা প্রশাসকের এই তাহবিলে অনুদান করার পর তাদের কর্মকর্তারা সুশৃঙ্খল ভাবে এই খাদ্য বাড়িতে পৌছে দিয়েছেন। যেটা আমাদের দ্বারা সম্ভব ছিলেনা। তাই তিনি সকলকে জেলা প্রশাসনের তহবিলে সহায়তা করতে অনুরোধ করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত