বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করলেন সাংসদ ফরহাদ হোসেন সংগ্রাম

1222

Published on মে 9, 2020
  • Details Image

কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম।

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা খাদ্য গুদামে ২৬ টাকা কেজি দরে কৃষকদের কাছ

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী, কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান মিয়া, খাদ্য পরিদর্শক মো. ফখরুল ইসলামসহ কৃষক প্রতিনিধিগণ।

সরকার এ বছর কৃষকের নিকট থেকে সারাদেশে ৮ লক্ষ মে. টন বোরো ধান ২৬ টাকা কেজি দরে সংগ্রহ করবে। নাসিরনগর উপজেলা থেকে সরকারি ভাবে বোরো সংগ্রহের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২২২৫ মেট্রিক টন। গত ১ মে উপজেলার ১৩ টি ইউনিয়নের ৮৫৫৭ টি কৃষি কার্ড হতে লটারির মাধ্যমে ১১১৩ জন কৃষককে নির্বাচন করা হয়েছে। প্রতি কৃষক ২ (দুই) টন করে ধান দিতে পারবে।

পরে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব জনিত কারণে পূর্বভাগ, চাপড়তলা, হরিপুর ও গুনিয়াউক ইউনিয়নের ৬৫ জন ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন সংসদ সদস্য সংগ্রাম। 

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, তেল ১ লিটার, সাবান ও মাস্ক।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত