কম্বাইন হারভেস্টার দিয়ে রাতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ

1624

Published on মে 9, 2020
  • Details Image
  • Details Image

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী নিজস্ব অর্থায়নে, কেনা কম্বাইন হারভেস্টার দিয়ে রাতের আঁধারে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিল, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ।

৮ই মে শুক্রবার, দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর পেন্নাই গ্রামের, কৃষক আওয়াল মিয়ার ৩০ শতক, কৃষক মজিবুর রহমানের ১বিঘা ও কৃষক সেলিম ফকির এর ৩৩ শতক জমির ধান মধ্যরাত পর্যন্ত কেটে কৃষকের গোলায় তুলে দেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

ধান কাটার কাজ এর সহযোগিতায় ছিলেন, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক মোঃ নাসির, উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াজ, রাব্বি, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাজিব, ও রাসেল।

কৃষক সেলিম ফকির বলেন, শ্রমিক সংকটে জমির ধান নিতে পারছিলাম না, সাথে আর্থিক সংকট ছিল। এমন অবস্থায় উপজেলা চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এই সহযোগিতা পেয়ে আমরা ওনার কাছে কৃতজ্ঞ,যেখানে আমাদের ৩৩ শতক জমির ধান নিতে ১ দিন লাগতো সেখানে এক ঘণ্টার মধ্যে ধান জমি থেকে কেটে বাড়িতে নিতে পেরেছি। আমার এই আর্থিক সংকটের মুহূর্তে অনেকগুলো টাকা বেঁচে গেছে। তাই ছাত্রলীগের নেতাকর্মীদের অসংখ্য ধন্যবাদ জানাই।

উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,রোজা রেখে প্রতিদিন উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীরা অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছে,তাই উপজেলার চেয়ারম্যান সুমন ভাই আমাদের ছাত্রলীগের জন্য ২৮ লক্ষ টাকা দামের একটি হারভেস্টার মেশিন কিনে দিয়েছেন। এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে, ছাত্রলীগ দেশের মানুষের পাশে ছিল এবং থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত