1654
Published on মে 9, 2020করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা ৮৬০০ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। তিনি পর্যায়ক্রমে মেহেরপুর শহরের ৯টি ওয়ার্ডে কর্মহীন অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে রাতের আঁধারে ব্যক্তি উদ্যোগে খাদ্যসমগ্রী পৌঁছে দিচ্ছেন।
মেহেরপুর পৌর মেয়র জানান, আজ বৃহস্পতিবার ৯ নম্বর ওয়ার্ডের ৮শ পরিবারের মধ্যে খাদ্য উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৮ হাজার ৬শ পরিবারের মধ্যে খাদ্য উপহার প্রদান করা হয়েছে। দু একদিনের মধ্যে আবার নতুন করে শুরু করা হবে।
তিনি আরো বলেন, এ ছাড়া সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার আমার ব্যক্তিগত কার্যালয় রিপন টাওয়ার থেকে অসহয় পরিবারকে এক সপ্তাহের বিভিন্ন প্রকার সবজি প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, যতদিন দেশের এ দুর্যোগ থাকবে ততদিন আমি আমার পৌরবাসিকে এ উপহার দিয়ে যাবো।
খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে আছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৫ কেজি আটা, এক লিটার তেল, পিয়াজ, আলু, ছোলা।