868
Published on মে 8, 2020নীলফামারীর ডিমলার একটি গ্রামের লকডাউনে থাকা ৫৭ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু। বৃহস্পতিবার দুপুরে নিজস্ব তহবিল থেকে খগাখড়িবাড়ি ইউনিয়নের ভলুয়াপাড়া গ্রামের এসব পরিবারে সহায়তা পৌঁছে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক।
এ সময় উপস্থিত ছিলেন খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আরিফুল হক।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু জানান, গত ৩০ এপ্রিল ওই গ্রামের এক ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এতে গ্রামের ৫৭টি পরিবারকে লকডাউন করে উপজেলা প্রশাসন। আমার নিজেস্ব অর্থায়নে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল, আলু ২ কেজি, ডাল ১ কেজি এবং এক লিটার করে ভোজ্য তেল প্রদান করা হয়।