1843
Published on মে 8, 2020কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ৫নং দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের ত্রাণ কমিটির মাধ্যমে ইউনিয়নের ২২০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরন করা হয়েছে।
৮ই মে শুক্রবার উত্তর মতলবের নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও ডিগ্রি কলেজ মাঠে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে সারা বাংলাদেশে যুবলীগের ত্রান কমিটি গঠন করা হয়।
তারই ধারাবাহিকতায় চাঁদপুর-২ মতলব (উঃ) উপজেলার ৫নং দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের ত্রান কমিটির আহবায়ক জনাব মোঃ সেলিম হোসেন খাঁন, যুগ্ম-আহবায়ক আতিকুর রহমান খাঁন (সোহান), যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, এবং অন্যতম সদস্য স্বপন মুন্সী ও ইউনিয়ন আওয়ামীলীগের নেত্রীবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্য সকল নেত্রী বৃন্দের উপস্থিতিতে Covid-19 করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় ও কর্মহীন ২২০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী প্রদান করা হয়।
উক্ত বিতরন অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগীতা করেন মোতাহার হোসেন খান সুফল, ভাইস চেয়ারম্যান, মতলব উত্তর উপজেলা পরিষদ ও ইন্জিঃ মোঃ কামরুজ্জামান খাঁন (কেন্দ্রীয় যুবলীগ নেতা)।