লক্ষ্মীপুরের রামগঞ্জে ২৫ হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা দিলেন স্থানীয় সাংসদ

942

Published on মে 8, 2020
  • Details Image

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাব্যাপী ঘরে থাকা ২৫ হাজার হতদরিদ্র, কর্মহীন ও অসহায় পরিবারে পৌঁছল স্থানীয় সংসদ সদস্য ড. আনোয়ার খানের ব্যক্তিগত তহবিলের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেবনগর, লক্ষ্মীধরপাড়া, ভোলাকোট, আকারতমা, নোয়াপাড়া, টিওরী, নাগমুদ ও আথাকরাসহ বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এমপির ব্যাক্তিগত সহকারি মো. রিয়াজুল হায়দার বাপ্পির তত্ববধানে, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব জামান পাটওয়ারী দুলাল ও ভোলাকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক টিপুর সহযোগিতায় আজ ১ হাজার পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। এর আগে নিয়মিত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের রামগঞ্জ শাখার ম্যানেজার বেলাল হোসেন ভুইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ শামছু, রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, পৌর ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক অপু মাল, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য কামাল হোসেন চৌধুরী প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত