1386
Published on মে 8, 2020বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের এই দুঃসময়ে নিম্ন আয় ও দিনমজুরদের পাশে দাড়িয়েছে পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগ।
৭ মে বৃহস্পতিবার সকালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম আকাশ নিজস্ব অর্থায়নে একশো গরিব ও অসহায় পরিবারের মাঝে রোযা উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে। ইফতার সামগ্রীর হিসেবে মুড়ি, ছোলা, খেজুর, চিনি, রুহ আফজা প্রদান করেন।
এই শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম আকাশ বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্যাচার্যের নেতৃত্বে করোনাভাইরাস সংকটে মোকাবিলায় কর্মহীন গরীব, অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। ভবিষ্যতে যেকোন সংকট মোকাবিলায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ কাজ করতে প্রস্তুত আছে।
তিনি আরো বলেন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাসায়নিক ল্যাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তা কলেজের আশেপাশে বিভিন্ন জায়গায় বিনামূল্যে মানুষের হাতে তুলে দিয়েছি। নিয়মিত জীবানুনাশক স্প্রে কার্যক্রমও অব্যাহত রয়েছে।